ঝালকাঠিতে বাড়ির পুকুর থেকে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিখোঁজের চার ঘণ্টা পর বাড়ির পুকুর থেকে এক মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে; যিনি এক সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2022, 03:34 PM
Updated : 5 July 2022, 03:34 PM

গাজী আবদুর রউফ (৮৫) উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের বাসিন্দা। তিনি বানাই রাবেয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেছিলেন।

মঙ্গলবার দুপুরে বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

তার স্ত্রী সাবেক ইউপি সদস্য হোসনেয়ারা গাজী জানান, বেলা ২টার দিকে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যান আবদুর রউফ। দীর্ঘসময় পরও ঘরে না ফিরলে পুকুরপাড়ে  খুঁজতে যান তিনি। সেখানে তার জুতা ও লুঙ্গি-গামছা পড়ে থাকতে দেখেন। বহু খোঁজাখুজির পরও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুরে তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করে।

আবদুর রউফ পুকুরে ডুবে মারা গেছেন বলে পুলিশের ধারণা।

কাঁঠালিয়া থানার এসআই মাহামুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “হয়ত শ্যাওলা পড়া ঘাটে পা পিছলে পড়ে গিয়েছিলেন তিনি। তখন পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। এ ঘটনায় কেউ এখনও অভিযোগ দেয়নি।”