কুমিল্লায় ‘ধর্ষণে অন্তঃসত্ত্বা’ তরুণী, এনজিও পরিচালক গ্রেপ্তার

কুমিল্লায় চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক এনজিওর পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2022, 01:43 PM
Updated : 30 June 2022, 01:43 PM

গ্রেপ্তারকৃত মো. মামুন ওরফে চাষী মামুন (৫০) কুমিল্লার এসএমই ফোরাম নামে একটি এনজিওর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তিনি।

মামলার পর বুধবার গভীর রাতে রাজধানীর মীরবাগ এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কুমিল্লার কোতোয়ালি থানার ওসি সহিদুর রহমান জানান।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, মামুনের এনজিওতে উন্নয়ন সহযোগী হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত ২৫ ডিসেম্বর রাত ৮টার দিকে মামুন তাকে চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হন। মামুন এই অনাগত সন্তানের পিতৃপরিচয় দিতে অস্বীকার করেন। বুধবার বিকেলে তরুণী নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামুনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি সহিদুর রহমান।