‘বেসরকারি পরিবহন মালিকদের অনেকে জানেন না বিআরটিসি সব জায়গায় বাস চালাতে পারে; রুট পারমিট লাগে না। আজকের ঘটনাটি আমরা ফরিদপুরের জেলা প্রশাসককে জানিয়েছি’ – বিআরটিসি চেয়ারম্যান।
উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান।
স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসান বলেন, পত্তাশী গ্রামের চাহেব আলী খানের ছেলে আছলাম আলী খান তার বড় ভাই ওবায়দুল খানের বাঁ চোখ ‘তুলে ফেলেন’।
“এ সময় ধারালো রডের আঘাতে ওবায়দুলের মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। পরে স্বজনরা তাকে জেলা হাসপাতালে ভর্তি করে।”
ওসি এনামুল হক বলেন, “ভাই ভাই শত্রুতার জেরে এক ভাই অপর ভাইয়ের চোখ তুলে ফেলেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”