ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ময়মনসিংহ সদরে ফিসারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের প্রাণ গেছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2022, 06:26 AM
Updated : 25 June 2022, 06:34 AM

শনিবার সকাল ৮টার দিকে সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান।

মৃত মো. নজরুল ইসলাম (৪৫) একই এলাকার মৃত রহিম উদ্দিন ফকিরের ছেলে।

স্থানীয়দের বরাতে পরিদর্শক ফারুক বলেন, বাড়ির পাশে নিজের ফিসারিতে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচে মাছ ধরতে যান নজরুল ও তার ছেলে মো. সায়েম। এ সময় বৈদ্যুতিক পাম্পের সুইচ অন করতে গিয়ে বিদ‍্যুতায়িত হন তিনি। এ সময় নজরুলকে তার ছেলে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নজরুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।