বোরকা পরে শ্বশুড়বাড়ি গিয়ে স্ত্রী, শ্বাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা
শেরপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2022 12:57 AM BdST Updated: 25 Jun 2022 03:46 PM BdST
-
গ্রেপ্তার মিন্টু মিয়া
পারিবারিক কলহের জেরে বোরকা পরে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী, শ্বাশুড়িসহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শেরপুরের শ্রীবরদীর পুলিশ।
শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে।
ওই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী মনিরা বেগম (৪০), মনিরার মা শেফালী বেগম (৬০) ও মনিরার চাচা নূর মোহাম্মদ ওরফে মাহমুদ হাজী (৬৫) ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।
মনিরার বাবা মনু মিয়া (৭৫), ভাই শাহাদাৎ হোসেন (৪০) এবং তাদের আত্মীয় বাচ্চুনী বেগমকে (৫২) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোর রাতে মিন্টু মিয়াকে গ্রেপ্তার করে। শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ছাড়াও পিবিআই, সিআইডি ও র্যাবের কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ।
স্বজনরা জানান, প্রায় ১৭ বছার আগে মনু মিয়ার মেয়ে মনিরার সঙ্গে পাশের গেরামারা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মিন্টু মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মিন্টু মিয়া বেশ কিছুদিন ধরে বেকার থাকায় স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হত। ওই কলহের জেরে গত রোজার শুরুতে বাপের বাড়ি চলে আসেন মনিরা। কিছুদিন পর মিন্টু তাকে ফিরিয়ে নিতে শ্বশুরবাড়ি গেলেও মনিরা যাননি।
মনিরার আত্মীয় এবং স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে বোরকা পরে মিন্টু তার শ্বশুরবাড়িতে যান এবং দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে স্ত্রীসহ ছয়জনকে আহত করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুরের বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান মনিরা। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মা ও চাচাও মারা যান।
নিহতদের মধ্যে দুইজনের লাশ বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে, আর একজনের লাশ শ্রীবরদী থানায় নেওয়া হয়েছে বলে ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান।
তিনি বলেন, মিন্টুকে শুক্রবার ভোর রাতে গ্রেপ্তার করার সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে। যে বোরকা পরে তিনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন, সেটাও পাওয়া গেছে। এ ঘটনায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।
-
উত্তরের পথে ধীরগতি
-
নাফ নদীতে ভেলায় চড়ে এল কোটি টাকার আইস
-
রাজবাড়ীতে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি
-
বাঁচানো গবাদিপশু টিকিয়ে রাখার সংগ্রামে বানভাসিরা
-
ঈদযাত্রার পথে রাজবাড়ীতে মাহেন্দ্র উল্টে ২ পোশাককর্মীর মৃত্যু
-
ফরিদপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ছাত্রদল নেতা আসামি
-
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের
-
আক্কেলপুর থানার ওসি পরোয়ানার ৬ মাসেও গ্রেপ্তার হননি
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার