১৪ দলের নেতারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ মানুষের মাঝে নৌকার প্রার্থীর লিফলেট বিতরণ করেন; নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নিহত সুজিত সূত্রধর (৫৭) হাজীপুর ইউনিয়নের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান। হাজীপুর গ্রামের মহেন্দ্র সূত্রধরের ছেলে তিনি।
বুধবার রাত ৮টার দিকে হাজীপুর কাঠবাজারে তার দোকানে ঢুকে তাকে হত্যা করা হয় বলে সদর থানার ওসি ফিরুজ তালুকদার জানান।
পরিবারের সদস্যরা জানান, সুজিত কাঠবাজারে তার দোকানে বসে ছিলেন। হঠাৎ আট-নয়জন লোক এসে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। আশপাশের লোকজন এগিয়ে গেলে খুনিরা পালিয়ে যায়।
বাজারের ব্যবসায়ী ও স্বজনরা সুজিতকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।