বরিশালে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

বরিশালে মাদক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2022, 05:05 PM
Updated : 22 June 2022, 05:05 PM

বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়েশা নাসরিন আসামির অনুপস্থিতে বুধবার এ রায় ঘোষণা করেন।

তাছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করে আদালত। জরিমানা না দিলে আরও ছয় মাসের কারাদণ্ডও ভোগ করতে হবে তাকে।

দণ্ডিত নাসির ফকির বরিশাল শহরের কাশিপুর বাঘিয়া এলাকার বাসিন্দা।

আদালতের পিপি মজিবর রহমান মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদক বিক্রেতা নাসিরের ভাড়া বাসায় ১০০ বোতল ফেনসিডিল পায়। এ সময় নাসির ও তার স্ত্রী শাহনাজ বেগমকে আটক করা হয়।

এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ইরানুল ইসলাম রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল হোসেন দুইজনের বিরুদ্ধে ওই বছর ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন।

রায়ে শাহনাজ বেগমকে খালাস দেওয়া হয়েছে। তিনিও আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ডিত নাসিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।