ধাওয়া দিয়ে হাইস্কুল মোড়ে ট্রাক্টরটিকে আটক করে স্থানীয় লোকজন। কিন্তু এর চালক ও সহযোগী পালিয়ে যায়।
বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় পরীক্ষামূলক চলাচল শুরু হবে। কোনো সমস্যা না হলে তখন থেকে স্বাভাবিকভাবে চলবে।
গত ১৭ জুন রানওয়েতে বন্যার পানি ওঠায় বন্দরটিতে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রথমে তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করে বন্দর কর্তৃপক্ষ।
রোববার থেকে নামতে শুরু করে রানওয়ের পানি। সোমবার প্রায় পুরোটাই নেমে যায়। তবে অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় বুধবারও উড়োজাহাজ পরিচালনা সম্ভব হয়নি বলে জানান ব্যবস্থাপক হাফিজ
২০ জুন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান বিমানবন্দর পরিদর্শন করেন।
তারা পরিস্থিতি স্বাভাবিক হলে যত দ্রুত সম্ভব উড়োজাহাজ চলাচল শুরুর কথা বলেন সে সময়।