টাঙ্গাইলের ১৯ ইউপির ভোট বুধবার

টাঙ্গাইলের ১৯ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে বুধবার। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া তিনটি ইউনিয়নের ভোট স্থগিত করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2022, 02:11 PM
Updated : 14 June 2022, 03:23 PM

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ. এইচ. কামরুল হাসান জানান, মঙ্গলবার দুপুর থেকে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

কামরুল হাসান জানান, বুধবার জেলার ২২টি ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। এর মধ্যে নির্বাচন কমিশন থেকে মধুপুর উপজেলা অরনখোলা ও ফুলবাক চালা ইউনিয়ন এবং গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নির্বাচন অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে মোট ১৯ ইউনিয়নে ভোট গ্রহণ হবে।

১৯টি ইউনিয়নের মধ্যে ১৮টি ইউনিয়নে সাধারণ এবং দেলদুয়ার উপজেলা আটিয়া ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।