কুমিল্লা সিটি নির্বাচনে প্রথম ইশতেহার রাশেদুলের

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শুরুর চতুর্দশ দিনে প্রথম ইশতেহার ঘোষণা করলেন মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকের মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2022, 01:58 PM
Updated : 10 June 2022, 01:58 PM

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিতে প্রকাশিত ১৩ দফার ইশতেহারে নগর ভবন ধনী-গরিব সবার জন্য উন্মু্ক্ত রাখা হবে বলে জানানো হয়।

নগরীকে যানজট, জলাবদ্ধতা ও দুর্নীতি মুক্ত করার কথা তুলে ধরে ইশতেহারে বলা হয়, শিক্ষাব্যবস্থার অধিকতর উন্নয়ন, হিজড়া সম্প্রদায়ের পুনর্বাসন, যাকাত বোর্ড গঠন, সাবেক মেয়রের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, সমাজ নিয়ে উন্নয়ন চিন্তা, হকার-মাদক-সন্ত্রাসমুক্ত নগর গড়ে তোলা হবে।

নগরীর সদর দক্ষিণে অবস্থিত তার নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল হাসান খোকন, জেলা সেক্রটারি নুর হুসাইন, নগর সেক্রেটারি এনামুল হক, নগর ছাত্র আন্দোলনের সভাপতি খালেদ সাইফুল্লাহ ও সেক্রেটারি রবিউল ইসলাম সবুজ উপস্থিত ছিলেন।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী অংশ নিলেও শুক্রবার রাশেদুল ইসলাম প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।