নবাবগঞ্জে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার
কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2022 09:56 PM BdST Updated: 25 May 2022 09:56 PM BdST
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সহোদর ভাইকে হত্যার মামালায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার বিকালে র্যাব-১০ এর মহাপরিদর্শক (ডিআইজি) মাহ্ফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলম কবিরাজ (৪৫) নবাবগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় র্যাব- ১০ এর একটি দল রাজধানী ঢাকার কোতোয়ালি থানার মিটফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে হত্যা মামলার আসামি মো. জাহাঙ্গীর আলম কবিরাজকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই এলাকায় আপন বড় ভাই মো. আব্দুর রফিক কবিরাজের সঙ্গে ছোট ভাই মো. জাহাঙ্গীর আলম কবিরাজের দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে এ বছরের ৬ ফেব্রুয়ারি রফিক তার জমি নিজ নামে খারিজ করার জন্য ছোট ভাই জাহাঙ্গীরের কাছে জমির কাগজপত্র চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারি হয়।
মারামারির এক পর্যায়ে জাহাঙ্গীর বড় ভাই রফিককে গলা চেপে ধরলে রফিকের স্ত্রী ও মেয়েসহ আশেপাশের লোকজন এগিয়ে আসেন। তখন রফিককে মাটিতে ফেলে দিয়ে জাহাঙ্গীর পালিয়ে যান। পরে রফিককে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রফিকের স্ত্রী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
-
নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: আরেকজন গ্রেপ্তার
-
মেঘনা গ্রুপের প্যাকেজিং কারখানায় আগুন
-
গাজীপুরে জামিন নিতে পিস্তল নিয়ে এজলাসে আসামি
-
ফেনীতে ধর্ষণচেষ্টা মামলায় রিকশাচালক কারাগারে
-
গাজীপুরে রিসোর্ট থেকে উদ্ধার মায়া হরিণ গেল সাফারি পার্কে
-
উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
-
নোয়াখালীতে বৃদ্ধকে নির্যাতন, যুবলীগ নেতা গ্রেপ্তার
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং