রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনে প্রাণ ফেরাল মঞ্চনাটক
শামিম রেজা, রাজবাড়ী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2022 04:24 PM BdST Updated: 25 May 2022 04:24 PM BdST
রাজবাড়ী থিয়েটারের মঞ্চে ফেরার মাধ্যমে জেলায় অনেক দিন ধরে ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গন প্রাণ ফিরে পেয়েছে।
প্রায় দুই যুগ বিরতি দিয়ে জেলার পুরনো এই নাট্য সংগঠনটি মঙ্গলবার সন্ধ্যায় মঞ্চস্থ করে মুনীর চৌধুরীর ‘কবর’। জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি দেখতে আসেন সাধারণ দর্শক, শিক্ষার্থী, স্থানীয় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তাসহ অনেকে।
রাজবাড়ী সরকারি বালিক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী জেসিয়া ইসলাম দীর্ঘদিনে একটি স্বপ্ন পূরণ করতে পেরেছেন বলে জানান।

রাজবাড়ীতে নিয়মিত নাটক মঞ্চস্থ করার দাবি জানান জেসিয়া।
এই প্রথম মঞ্চনাটক দেখলেন রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী মেজবাহ আহসান।
মেজবাহ বলেন, “ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই নাটকটি বইয়ে পড়েছি। প্রথমবার মঞ্চে দেখার সুযোগ হল। খুবই ভাল লেগেছে।”

জব্বারের ভাষায়, “দীর্ঘদিন পর রাজবাড়ী থিয়েটার ফিরে এসেছে। নাটকটি খুবই ভাল লেগেছে। যারা অভিনয় করেছে তারা সুন্দরভাবে নাটকের চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন। আশা করি রাজবাড়ী থিয়েটার তাদের এই ধারা অব্যাহত রাখবে।”
শিল্পচর্চায় রাজবাড়ীকে এগিয়ে নেওয়ার প্রত্যশা ব্যক্ত করেন স্থানীয় সাংস্কৃতিক কর্মী কবি নেহাল আহমেদ। তিনি রাজবাড়ী থিয়েটারকে ধন্যবাদ জানান।
নাটকটির নির্দেশনা দিয়েছেন রাজবাড়ী থিয়েটারের সদস্যসচিব ফয়েজুল হক কল্লোল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বিনয় কুমার সাহা। গার্ড চরিত্রে ছিলেন রাজবাড়ী থিয়েটারের আহ্বায়ক বাবলা চৌধুরী, হাফিজ চরিত্রে কাজী মিজানুর রহমান পলাশ, মুর্দা ফকির চরিত্রে সৌমিত্র শীল চন্দন, মা চরিত্রে স্মৃতি ইসলাম, ছাত্র চরিত্রে রবিউল আওয়াল, আনিসুর রহমান, এহসান অভিনয় করেন। আর কেরানি চরিত্রে অভিনয় করেন রিপন চক্রবর্তী।

“তবে পরিতাপের বিষয় হচ্ছে ঝিমিয়ে পড়া নাট্যঙ্গকে বাঁচাতে কোনো অনুদান নেই। আমাদেরকে একটা নাটক মঞ্চস্থ করার জন্য অনেকের দ্বারে দ্বারে যেতে হয়। যেটি নাট্যকর্মী হিসাবে অপমানেরও বটে।”
সাংস্কৃতিক অঙ্গনের ঝিমিয়ে পড়া অবস্থা কাঠিয়ে উঠে আবারও সচল করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ফয়েজুল হক কল্লোল।

“এই ধারা যদি বেগবান করা যায় তাহলে হয়ত যারা টিভি, ইউটিউবে আসক্ত তারা মঞ্চনাটক দেখতে আসবে।”
-
আক্কেলপুর থানার ওসি পরোয়ানার ৬ মাসেও গ্রেপ্তার হননি
-
ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
স্কুলে পাঠদান: আশুলিয়ার সেই কলেজের অধ্যক্ষকে শোকজ
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার রগ কর্তনে গ্রেপ্তার ১
-
পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের জামিন নামঞ্জুর
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের