পাবনায় হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন

পাবনার ঈশ্বরদী উপজেলায় অটোরিকশা চালককে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2022, 11:26 AM
Updated : 23 May 2022, 05:10 PM

তাছাড়া তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাদণ্ডের রায়ও দিয়েছে আদালত।

পাবনার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত জবা খাতুন উপজেলার দাশুড়িয়া এলাকার সাগর মিয়ার স্ত্রী।

রায় ঘোষণার সময় জবা আদালতে ছিলেন।

এ মামলার অপর আসামি জবার স্বামী সাগর মিয়া বিচার চলার সময় কারাগারে মারা যান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক মামলার নথির বরাতে জানান, ২০১৮ সালের ৪ অগাস্ট ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকার মিঠুন মিয়া (২৮) নামে এক অটোরিকশা চালককে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তার অটোরিকশাও ছিনতাই করা হয়। ঘটনার আট দিন পর মিঠুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ তদন্ত শেষে জবা ও সাগরকে আটক করে। পরে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালতে।

মিঠুন জবাকে উত্ত্যক্ত করতেন বলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করার কথা তারা জবানবন্দিতে জানান।

আইনজীবী মজনুল বলেন, মামলার শুনানি ও যুক্তিতর্কে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত জবাকে এই সাজা দিল।