সিরাজগঞ্জে ইয়াকুব হত্যায় তিনজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2022 03:01 PM BdST Updated: 23 May 2022 03:01 PM BdST
সিরাজগঞ্জের এনায়েতপুরে ইয়াকুব আলীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম সালমা খাতুন দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) শামছুল আলম জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- এনায়েতপুর থানার খুকনী কান্দিপাড়া গ্রামের মো. আব্দুর রহিম খলিফা (৫০), একই গ্রামের মো. আব্দুর রহমান (৪৮) এবং মো. খুশি আলম ওরফে সাইফুল ইসলাম (৪২)।
আব্দুর রহমান ছাড়া বাকি দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, দণ্ডপ্রাপ্তরা ইয়াকুবের মেয়েদের বিরক্ত করত। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ চলছিল। সেই আক্রোশে ২০২০ সালে ৫ জানুয়ারি সন্ধ্যায় আসামিরা পরিকল্পিতভাবে ইয়াকুব আলীকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তার লাশ গুম করার জন্য খুকনী ইউনিয়নের ইসলামপুর গ্রামের একটি সরিষা ক্ষেতে ফেলে রাখে।
ঘটনার পরের দিন নিহত ইয়াকুব আলীর বাবা ইয়াসিন আলী এনায়েতপুর থানায় অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা করেন। আব্দুর রহমান ১৬৪ ধারায় জবানবন্দিতে বাকি দুজনের সম্পৃক্ততার কথা বলেন।
আইনজীবী আরও বলেন, আদালত দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপর ২০১ ধারায় প্রত্যেককে আরও সাত মাসের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
-
উত্তরের পথে ধীরগতি
-
ভেলায় করে পাচারকালে টেকনাফে কোটি টাকার আইস উদ্ধার
-
রাজবাড়ীতে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি
-
বাঁচানো গবাদিপশু টিকিয়ে রাখার সংগ্রামে বানভাসিরা
-
ঈদযাত্রার পথে রাজবাড়ীতে মাহেন্দ্র উল্টে ২ পোশাককর্মীর মৃত্যু
-
ফরিদপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ছাত্রদল নেতা আসামি
-
ফেনীতে হাসপাতালের পথে অটোরিকশাতেই নবজাতকের জন্ম
-
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার