মাদারীপুরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় মামলা
মাদারীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2022 12:52 AM BdST Updated: 18 May 2022 12:52 AM BdST
মাদারীপুর শহরে প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে কোপানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার বিকালে শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচরের সাঈদ হাওলাদারের ছেলে অহিদ হাওলাদার (৩০) ও এসকেনদার আলী সরদারের ছেলে কামাল সরদার (৪২)।
এই ঘটনায় মঙ্গলবার ২৫ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেছে আহত অহিদের স্ত্রী ফাতেমা আক্তার সুমা। তবে এ মামলায় এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
মামলার নথি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকালে শহরের লঞ্চঘাট এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন ব্যবসায়ী অহিদ ও কামাল। এ সময় ১০ থেকে ২৫ জন যুবক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। অহিদ ও কামালকে এলোপাথারি কোপাতে থাকে নোবেল ও তার সহযোগীরা। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আহত দুইজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে অহিদ হাওলাদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, “আমি হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেছি। মামলা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি।”
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবু সফর হাওলাদার জানান, আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কামালকে ভর্তি রাখা হয়েছে। এছাড়া অহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের বেশ চিহ্ন রয়েছে।
-
বাবুল-মিতুর ছেলে-মেয়েকে পিবিআইর জিজ্ঞাসাবাদ
-
ব্যাগভরতি টাকাসহ আটক: সার্ভেয়ার আতিকুর রিমান্ডে
-
স্কুলের বিদ্যুৎ ব্যবহারে বাধা দেওয়ায় শিক্ষকের মাথা ফাটাল দুর্বৃত্তরা
-
টঙ্গীতে রেলকর্মীদের রেলপথ অবরোধ, ঢাকায় যোগাযোগ ব্যাহত
-
সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় ছয়জন আটক
-
নারায়ণগঞ্জ থেকে গিয়ে শেরপুরে কলেজছাত্রীকে খুন, ‘প্রেমিক’ আটক
-
নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছিত: মির্জাপুর ফাঁড়ির প্রধানও প্রত্যাহার
-
বাবুল-মিতুর ছেলে-মেয়েকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই
-
ব্যাগভরতি টাকাসহ আটক: সার্ভেয়ার আতিকুর রিমান্ডে
-
টঙ্গীতে রেলকর্মীদের রেলপথ অবরোধ, ঢাকায় যোগাযোগ ব্যাহত
-
স্কুলের বিদ্যুৎ ব্যবহারে বাধা দেওয়ায় শিক্ষকের মাথা ফাটাল দুর্বৃত্তরা
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় ছয়জন আটক
-
নারায়ণগঞ্জ থেকে গিয়ে শেরপুরে কলেজছাত্রীকে খুন, ‘প্রেমিক’ আটক
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- 'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'