সিঙ্গাপুর পাঠানোর কথায় তুলল চট্টগ্রামের বিমানে
লক্ষ্মীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2022 11:54 PM BdST Updated: 15 May 2022 11:54 PM BdST
ভাতিজাকে সিঙ্গাপুরে পাঠানোর কথা বলে ‘চার লাখ টাকা নিয়ে’ চট্টগ্রামের বিমানে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ও তার ছেলের বিরুদ্ধে।
আলেয়া বেগম নামের এই নারী ভোলার বোরহান উদ্দিন উপজেলার কুদবা ইউনিয়নের কুদবা গ্রামের পশু চিকিৎসক বশির আহমেদের স্ত্রী। তার বাবার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের বটগাছতলা এলাকায়।
প্রতারণার শিকার মো. জুয়েল কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের বটগাছতলার শহীজল মাঝির ছেলে। শহীজল মাঝির বোন আলেয়া বেগম।
গত ২৯ এপ্রিল আসামিরা পরস্পর যোগসাজসে বাদীর ছেলে মো. জুয়েলকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি চট্টগ্রামগামী বিমানে তুলে দেন।
এই অভিযোগে গত সোমবার [৯ মে] জুয়েলের বাবা শহীজল মাঝি বাদী হয়ে আলেয়া ও তার ছেলে আওলাদ হোসেনসহ ৬ জনের নামে লক্ষ্মীপুরেরেএকটি আদালতে মামলা করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন আওলাদের স্ত্রী আয়েশা আক্তার, শ্যালক সানী, দুলাভাই শামীম হোসেন।
বাদীর আইনজীবী মুনসুর আহমেদ দুলাল জানিয়েছেন, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নোয়াখালী কার্যালয়কে তদন্তের নির্দেশ দিয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৯ এপ্রিল সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা বলে জুয়েলকে ঢাকা-চট্টগ্রামের বিমানের একটি টিকিট ধরিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম বিমানবন্দরে নেমে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন জুয়েল। এরপর থেকে আলেয়া বেগম, তার ছেলে আওলাদ হোসেনসহ আসামিরা আত্মগোপনে রয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, ৩০ বছর পর শ্বশুরবাড়ি ভোলা থেকে আলেয়া বেগম ৬ মাস আগে চরমার্টিনে ভাই শহীজলের বাড়িতে বেড়াতে আসেন। আলেয়া আসার কিছুদিন পর তার ছেলে আওলাদ হোসেনও বেড়াতে আসেন। তখন আলেয়ার ভাই শহীজল জানতে পারেন, আওলাদ পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে তালাক দিয়েছেন। এরপর বোনের কথায় শহীজল পাত্রী দেখে লক্ষ্মীপুরেই তাকে দ্বিতীয় বিয়ে করান।
অভিযোগে বলা হয়, এক পর্যায়ে আলেয়া জানান আওলাদের প্রথম শ্বশুর তাকে সিঙ্গাপুরে একটি ভিসা দিয়েছে। ২-৩ দিনের মধ্যেই তাকে সিঙ্গাপুর যেতে হবে। তা না হলে ভিসা বাদ হয়ে যাবে। এজন্য দ্বিতীয় শ্বশুরদের কাছ থেকে ৪ লাখ টাকা নিয়ে দিতে হবে। শ্বশুরপক্ষ থেকে টাকা নেওয়ার পরদিনই বিদায় নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আওলাদ মামার বাড়ি থেকে বের হয়।
একদিন পর শহীজলদের ফোনে কল দিয়ে আওলাদ সিঙ্গাপুর পৌঁছেছেন বলে জানান। এ সময় মামাতো ভাই জুয়েলকেও সিঙ্গাপুর নেওয়ার জন্য বলেন। এতে আলেয়া তার ভাই শহীজলের কাছ থেকে ১২ লাখ টাকা দাবি করেন। এরপর এটি ৯ লাখ টাকায় সমঝোতা হয়। এর মধ্যে শহীজলকে ৫ লাখ টাকা দিতে বলে। বাকি টাকা আলেয়া নিজে দেবে বলে জানান।
অনলাইনে বিদেশি ফোন নম্বরের মতো নম্বর দিয়ে প্রায়ই শহীজলের কাছে ফোন দিতেন আওলাদ। এতে শহীজল মাঝি এনজিও, তার তিন মেয়ে জামাইয়ের কাছ থেকে ঋণ নিয়ে ৪ লাখ টাকা সংগ্রহ করেন।
অভিযোগে আরও বলা হয়, টাকা জোগাড়ের একদিন পরই ২৯ এপ্রিল সিঙ্গাপুরের ফ্লাইট আছে বলে জানান আসামি আলেয়া। ওইদিন সকালে নগদ চার লাখ টাকাসহ বোন আর ছেলেকে নিয়ে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে রওনা হন শহীজল মাঝি। বিমানবন্দরে যাওয়ার পর তার বোন এক ব্যক্তিকে টাকা দিতে বলেন। ৪ লাখ টাকা দেওয়ার পরপরই বাদীর ছেলে জুয়েলকে বিমানের টিকিট দিয়ে বিমানে উঠতে বলা হয়।
অভিযোগে বলা হয়, জুয়েল বিমানবন্দরের ভেতর দুইটি গেট অতিক্রম করার পর ফুফাতো ভাই আওলাদের দেখা পান। তখন আওলাদ তাকে ভয় দেখিয়ে বিমানে ওঠান। এর ঘণ্টাখানেক পর বিমান চট্টগ্রাম পৌঁছে। চট্টগ্রাম বিমানবন্দর থেকে তাকে একটি হোটেল কক্ষে নিয়ে অস্ত্র দেখিয়ে মেরে ফেলার ভয় দেখানো হয় যাতে এ ঘটনা কাউকে না জানান।
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কুমিল্লায় কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা
-
ফুলবাড়ী সীমান্তে নদীতে নিখোঁজ ২ শিশুর লাশ পেল বিএসএফ
-
রূপগঞ্জে ২ স্কুলছাত্রীকে পিটুনি: শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি
-
বিলাইছড়ি হত্যাকাণ্ড: পাড়াছাড়া মানুষদের নিরাপত্তা দাবি, হুমকির অভিযোগ
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
ফুলবাড়ী সীমান্তে নদীতে নিখোঁজ ২ শিশুর লাশ পেল বিএসএফ
-
কুমিল্লায় কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা
-
ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনার ভাঙন, বিলীন ‘২৫’ ঘর-বাড়ি
-
রূপগঞ্জে ২ স্কুলছাত্রীকে পিটুনি: শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে