ভারত থেকে ৫ জন ফিরলেন কারাভোগ করে

ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারের পর কারাভোগ শেষে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2022, 02:00 PM
Updated : 12 May 2022, 02:00 PM

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন। এদের সবার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

এরা হলেন গামারীতলা গজারিয়া টিলার নজরুল ইসলামের ছেলে বেলাল উদ্দিন (৪২), ডেলকাটা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোহাম্মদ হোসাইন (৫২), উত্তর গামারিতলার মোহাম্মদ রফিকের ছেলে আবদুল রহিম (২৪), জাহানপুর গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে মোহাম্মদ আলম (৫৮) এবং মৃত আবদুল গফুরের ছেলে মোহাম্মদ দিদার (৫২)।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আখাউড়ার ইউএনও রোমানা আক্তার, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার তৌসিফ আহমদ কোরেশী এ সময়  উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১৯ সালের সেপ্টেম্বরে খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর আইনশৃঙ্খলা বাহিনী এই পাঁজ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে তাদের কারাদণ্ড হয়।

কারাভোগ শেষে তাদের ত্রিপুরা রাজ্যের আগরতলার নরসিংহগড়ে 'স্টেট ওল্ড এজ হোমে' পাঠানো হয়। এরপর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সহায়তায় তাদের ঠিকানা নিশ্চিত হয়ে দেশে পাঠানো হয়।

বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ সাংবাদিকদের জানান, কারাভোগের পর বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় তাদের

জাতীয়তা নিশ্চিত করে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।