কক্সবাজারের ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
কক্সবাজার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2022 12:23 PM BdST Updated: 02 May 2022 12:39 PM BdST
কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ দুই রোহিঙ্গাকে আটকের খবর জানিয়েছে বিজিবি।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সোমবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকায় নাফ নদীতে এ অভিযান চালানো হয়।
আটকরা হল- উখিয়া উপজেলার বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আলী মিয়ার ছেলে মো. নূর কবির (৩০) ও বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. নুরুজ্জামানের ছেলে মো. রহিমুল্লাহ (২৪)।
খালিদ বলেন, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি হস্তচালিত নৌকায় তিনজন ব্যক্তিকে নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়।
এ সময় নৌকায় থাকা একজন লাফ দিয়ে নদীতে নেমে মিয়ানমার দিকে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকাটি ঘেরাও করে দুইজনকে আটক করে বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য।
তিনি বলেন, “নৌকাটিতে তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বস্তা পাওয়া যায়। পরে বস্তা খুলে ২ কেজি ৭১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। "
বিজিবির এ কর্মকর্তা জানান, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
-
খুলনা-ঢাকা রুটের ট্রেনে যাত্রী কমেছে, ঈদে নেই বিশেষ ট্রেন
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কর্তন
-
উৎপলের ভাইদের এখন আশুলিয়ায় ফিরতেও ভয়
-
খুলে গেল নলকা সেতুর দ্বিতীয় লেইনও
-
দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ লাখ টাকা চুরি
-
পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে এবার পিকআপের ধাক্কা
-
আশুলিয়ায় পোশাকশ্রমিককে ‘রড দিয়ে পিটিয়ে হত্যা’
-
ফরিদপুরে ‘স্বামীকে বেঁধে ইউপি সদস্যকে দলবেঁধে ধর্ষণ’
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার