কোটালীপাড়ায় ব্যাংক কর্মকর্তার হাত ভেঙে দেওয়ার অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘পারিবারিক শত্রুতার জেরে’ এক ব্যাংক কর্মকর্তাকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2022, 11:42 AM
Updated : 30 April 2022, 11:42 AM

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কালারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কোটালীপাড়া থানার এসআই আব্দুল করিম।

আহত মো. ইব্রাহিম খান (৩২) কালারবাড়ি গ্রামের আদম আলী খানের ছেলে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা।

ইব্রাহিম খান বলেন, “গত ইউপি নির্বাচন থেকে আমার পরিবারের সঙ্গে রাজু খানের পরিবারের বিরোধ চলে আসছে। এর সূত্র ধরে জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে রাজু আমার মা-বাবা তুলে গালমন্দ করে।

“আমি প্রতিবাদ করলে তিনি ও তার লোকজন নিয়ে মারধর করে আমার বাম হাত ভেঙে দেয়। আমার সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে রাজু খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মারধর করিনি, অভিযোগ মিথ্যা।” এরপরই ফোন কেটে দেন তিনি।

এসআই করিম বলেন, ইব্রাহিমের বড় ভাই আলামিন থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে। সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।