ঝালকাঠিতে মাদক পাচারের দায়ে একজনের যাবজ্জীবন

ঝালকাঠিতে মাদক পাচারের দায়ে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2022, 12:58 PM
Updated : 28 April 2022, 12:58 PM

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ মাসুদুর রহমান বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত জুয়েল মোল্লা (৩২) ঝালকাঠি সদর উপজেলার কিস্তাকাঠি এলাকার ইব্রাহীম মোল্লার ছেলে।

জুয়েল পলাতক রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ বেলায়েত হোসেন মামলার নথিপত্রর বরাতে জানান, ২০১৪ সালের ৪ অক্টোবর রাত ৩টার দিকে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি কবিরাজবাড়ি এলাকায় সদর থানার পুলিশ গোপন খবর পেয়ে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালায়। সে সময় জুয়েল আটক হন।

ঘটনার পরদিন থানার এসআই আশিকুর থানায় মাদক মামলা দায়ের করেন। একই বছর ১৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই গৌতমকুমার ঘোষ আদালতে অভিযোগপত্র দেন। আদালত ২০১৬ সালের ২৮ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আ স ম মোস্তাফিজুর রহমান বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে দোষী সাব্যস্ত করে আদালত জুয়েলকে এই সাজা দিয়েছে। জুয়েল জামিন পেয়ে পলাতক রয়েছেন। গ্রেপ্তারের দিন থেকে তার সাজা শুরু হবে।