গাজীপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

গাজীপুর নগরীর বোর্ডবাজার এলাকায় বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণ গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2022, 03:44 AM
Updated : 24 April 2022, 03:44 AM

শনিবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় ২০ মিনিট ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (গাছা) আহসান হক বলেন, রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী লেইনে আজমেরি গ্লোরি পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। তার বয়স আনুমানিক ত্রিশের ঘরে।

এ ঘটনায় স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে। ফলে প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে।

আহসান বলেন, “তারা মূলত ক্ষোভ প্রকাশ করেছে বিআরটি প্রকল্পের নির্মাণ কাজে জড়িতদের বিরুদ্ধে। মহাসড়কের মাঝখানে রোড ডিভাইডার না থাকায় কয়েকমাস আগেও একই জায়গায় এক স্কুল শিক্ষক দুর্ঘটনায় মারা যান। আমরা বিআরটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের দ্রুত ডিভাইডার স্থাপনের অনুরোধ করা হয়েছে।”

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার পরিচয় শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাসটিকে আটকের চেষ্টা চলছে।“