শেরপুরে অটোরিকশা-বাইক মুখোমুখি সংঘর্ষে মসজিদের ইমাম নিহত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2022, 06:52 PM
Updated : 23 April 2022, 06:52 PM

উপজেলার শেখদি এলাকায় শনিবার বিকেলে তারা হতাহত হন বলে শ্রীবরদী থানার ওসি বিপ্লবকুমার বিশ্বাস জানান।

নিহত মোরাদ মিয়া (২৫) উপজেলার কলাকান্দা গ্রামের একটি মসজিদের ইমাম। গ্রামের আব্দুল লতিফের ছেলে তিনি।

আহতরা হলেন উপজেলার চককাউরিয়া গ্রামের খায়ের উদ্দিন (৫০) ও তার ছেলে আমির হামজা (১০)।

ওসি বিপ্লব প্রাথমিক তদন্তের তথ্যে জানান, খায়ের ও হামজাকে মোটরসাইকেলে করে উপজেলার মাটিয়াকুড়ার দিকে যাচ্ছিলেন মোরাদ মিয়া। পথে শ্রীবরদীগামী অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মোরাদ মিয়া ও মোটরসাইকেলের দুই যাত্রী আহত হন।

স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোরাদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আহত খায়ের ও হামজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।