নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণ মামলায় ইমাম কারাগারে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কিশোরীকে ধর্ষণ মামলায় এক ইমামকে কারাগারে পাঠিয়েছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2022, 04:18 PM
Updated : 23 April 2022, 04:18 PM

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত সাহারা বিথি শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান।

এর আগে শহরের মাসদাইর থেকে শনিবার সকালে মো. শাহাদাৎ হোসেন (৪৩) নামে এই ইমামকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহাদাৎ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেহপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। উত্তর মাসদাইর মসজিদের ইমাম এবং নুরানী হেফজখানার পরিচালক তিনি।

তার বিরুদ্ধে মামলা হয়েছে।

পরিদর্শক আসাদুজ্জামান মামলার নথির বরাতে বলেন, কিশোরীর ছোট ভাই নুরানী হেফজখানায় থেকে লেখাপড়া করে। ভাইকে খাবার দিতে সেখানে যাতায়াত করত কিশোরী। শাহাদাৎ তাকে প্রেমের প্রস্তাব দিলে পরিবারকে বিষয়টি জানায় ওই কিশোরী। পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে ইমাম চুপ হয়ে যান। ৮ এপ্রিল সন্ধ্যায় ওই কিশোরী শহরের জামতলা এলাকায় খাবার কিনতে গেলে শাহাদাৎ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় নেওয়াজ মঞ্জিল নামে একটি বাসায় নিয়ে যান। সেখানে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। ১৯ এপ্রিল কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন ইমাম।

কিশোরী বাড়ি গিয়ে পরিবারকে জানালে তার বিরুদ্ধে মামলা করে পরিবার। কিশোরী আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক আসাদুজ্জামান।