জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2022, 09:33 AM
Updated : 21 April 2022, 09:33 AM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮৭৯টি কলেজের মোট ৪ লাখ ৭৪ হাজার ২৪৯ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ের পরীক্ষায় অংশ নেয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nubd.info থেকে ফল পাওয়া যাবে।

এছাড়া সন্ধ্যা ৭টা থেকে মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

যে কোন মোবাইলে nu<space>h1<space>Registration No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। পরে ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে ফল।