বেনাপোলে জমি নিয়ে ভাইদের বিরোধ: একজন খুন

যশোরের বেনাপোলে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজা ও তার ছেলের ছুরিকাঘাতে চাচাকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আরও দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2022, 07:20 PM
Updated : 16 April 2022, 07:20 PM

শনিবার রাতে বেনাপোল পৌরসভার কাগজপুকুর বাজারে আবুল হোসেনের লেদের দোকানের সামনে ঘটনাটি ঘটে।

নিহত চাচা মগর আলী (৬৫) কাগমারি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, মগরের সঙ্গে তার ছোট ভাই আরব আলীর জমাজমি সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে।

“শনিবার রাত ৯টার দিকে আরবের সাথে তার বাকবিতণ্ডা হয়। এসময় আরবের ছেলে হারুন (৪৫) ও হারুনের ছেলে সোহেল (২৭) মগরের বুকে ও পেটে ছুরি দিয়ে আঘাত করে। মগরের সাহায্যে তার ছেলে হাসান ও নাতি ইয়াসিন এগিয়ে এলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয়।“

পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই মগরের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের ধারণা বলে ওসি জানান। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত হাসান ও ইয়াছিনকে ভর্তি করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি। ঘটনাস্থলে পুলিশও মোতায়েন করা হয়েছে।