শেরপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও তিনজন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2022, 03:26 PM
Updated : 16 April 2022, 03:26 PM

শনিবার উপজেলার মথুরাদী গ্রামের কাছে এই মৃত্যু হয় বলে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান।

নিহত মরিয়ম (৯) ওই গ্রামের মুক্তার আলীর মেয়ে।

আহতরা হল মুক্তার আলীর আরেক মেয়ে মায়মুনা (৭), একই গ্রামের হাবিবুল্লাহ মিয়ার মেয়ে মিম (১১) ও সুমন মিয়ার মেয়ে মাসুমা (১০)।

তারা সবাই মথুরাদীর জামিয়া ইসলামিয়া বাইতুল নুর মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

ওসি স্থানীয়দের বরাতে জানান, শনিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল এই শিশুরা। পথে মাদ্রাসার কাছে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স তাদের ধাক্কা দেয়। এতে চার শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা তাদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মরিয়মের মৃত্যু হয়।

আহত মায়মুনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, অন্য দুইজনকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থ নেওয়া হবে বলে জানান ওসি বিপ্লব কুমার বিশ্বাস।