ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরো আবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চৈত্রের ঝড় ও শিলাবৃষ্টিতে অন্তত ১২০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2022, 05:14 PM
Updated : 11 April 2022, 05:14 PM

সোমবার ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার ভলাকুট, চাতলপাড়, বুড়িশ্বর ও পূর্বভাগ ইউনিয়নে ঝড় বয়ে যায়।

উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, নাসিরনগর সদর, ভলাকুট, চাতলপাড়, পূর্বভাগ ও বুড়িশ্বর ইউনিয়নের হাওর এলাকার ধানি জমিগুলোর অন্ত ১২০ হেক্টরের ধান নষ্ট হয়েছে। অধিকাংশ ধান ঝরে পড়েছে।

ভলাকুট গ্রামের কৃষক মো. অলি মিয়া জানান, তিনি ১০ কানি জমিতে ধান চাষ করেছিলেন। গতকাল ধান কাটার কথা ছিল তার। এখন ঝড়-বৃষ্টিতে তার সব জমির ধান নষ্ট হয়ে গেছে। সকালে এসে দেখেন সব ধান ঝরে পড়েছে।

আরেক কৃষক ছুট্টু মিয়া বলেন, তার ৮ কানি জমির ধান নষ্ট হয়েছে শিলাবৃষ্টিতে। জমির ধান হারিয়ে স্ত্রী-সন্তান নিয়ে এখন না খেয়ে মরার মতো অবস্থা হয়েছে তার।

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভলাকুট ইউনিয়নে। সেখানকার ৬০ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।