সিলেটে হাসপাতালের সামনে ছুরিকাঘাতে যুবক খুন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে কথা কাটাকাটির জের ধরে এলোপাথারি ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুই জন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2022, 07:22 PM
Updated : 9 April 2022, 07:22 PM

নিহত নাজিম আহমদ (২২) নগরীর রেস্তোরাঁয় কাজ করতেন।

শনিবার রাত ১০টার দিকে ওসমানী হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েক যুবকের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। এসময় অজ্ঞাত নয় জন যুবক নাজিমকে ঘিরে মারধর করে। এক পর্যায়ে তিন যুবক তার বুকের বাম পাশ, উরুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ছুরিকাহত নাজিমকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আরও দু'জনের চিকিৎসা চলছে।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ জানান বলেন, ‘সিনিয়র ও জুনিয়র’ দ্বন্দ্ব নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটে ওই যুবককে ছুরিকাঘাত করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

আহত ও হামলাকারীদের রাজনৈতিক পরিচয় মিলেনি জানিয়ে তিনি বলেন, “এদের মধ্যে আগে থেকে বিরোধ চলছিল। হামলাকারীদের একজন জেল খেটে কিছুদিন আগেই বের হয়েছে।“

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেলবরস এলাকার নুর মিয়ার ছেলে নাজিম নগরীর দরগাহ মহল্লার ভাড়া বাসায় থাকতেন।