খুলনায় অটোরিকশার চালককে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

খুলনায় অটোরিকশার চালককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2022, 11:16 AM
Updated : 6 April 2022, 11:16 AM

জেলার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আরিফ মাহমুদ লিটন জানান।

দণ্ডিতরা হলেন, মো. বাবু হোসেন (২১), মো. জাহিদুল ইসলাম নয়ন (১৯), মো. ফয়সাল হাওলাদার (১৯) ও মো. আবু রায়হান (১৯)। তারা নগরীর লবণচরা এলাকার বাসিন্দা। এদের মধ্যে রায়হান পলাতক রয়েছেন।

মামলার বরাতে পিপি বলেন, ২০১৮ সালের ১১ আগস্ট সকালে লবণচরা এলাকায় কুয়েট মসজিদের সামনে থেকে অটোরিকশাচালক মেহেদী হাসান রাব্বির (২০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা আব্দুর রহিম বেপারী মামলা করেন।

২০১৯ সালের ৩১ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্লা পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

আদালত দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয় বলে জানান পিপি।