‘নিউজ-টিউজ করিও না বাপো, বৈধ দিয়া দ্যাশ চলেই নাই’
কুড়িগ্রাম প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2022 09:59 PM BdST Updated: 30 Mar 2022 09:59 PM BdST
কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. সুরুজ্জামালসহ বালু ব্যবসায়ীরা ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন; যাতে হুমকির মুখে পড়েছে নদীতীর সংরক্ষণ প্রকল্প।
অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করছেন এই ব্যবসায়ীরা। স্বীকার করার পাশাপাশি আওয়ামী লীগ নেতা সুরুজ্জামাল সাংবাদিকদের হুমকিও দিয়েছেন।
সুরুজ্জামাল বলেন, “নিউজ-টিউজ করিও না বাপো। এইগুলা নিয়া নাচানাচি করিয়া খাওয়া নাই, বুঝছেন? আমার শালা একডা গোয়েন্দা, আরেকডা আছে সাংবাদিক।
“বৈধ দিয়া দ্যাশ চলেই নাই, বোঝেন নাই? আইন করে বাঁচার জন্যে। আইন ধরলে কেউ বাঁচপার পাইল না হয়। কোর্টে জবাব-টবাব দেয়া আছে, বুঝছেন? ঝামেলা কইরেন না। ভালো হবে না।”
অবৈধ বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে নদীতীর সংরক্ষণ প্রকল্প।
মাইকিং করেও এই ব্যবাসয়ীদের সচেতন করা যাচ্ছে না বলে বলে অভিযোগ করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।

“নির্মাণাধীন কাজের পাশে যেন কেউ বালু উত্তোলন করতে না পারে সেজন্য মাইকিং করে সচেতন করার কাজ চলছে। কিন্তু কেউ কর্ণপাত করছে না। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।”
মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের মোহনগঞ্জ বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদে স্থায়ীভাবে নদীতীর সংরক্ষণের কাজ চলছে। তার মাত্র কয়েকশ গজের মধ্যেই দিনের বেলা গোটা দশেক ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে।
রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে দেখা গেছে, চারটি ড্রেজার একইভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
মোহনগঞ্জ এলাকার নাইমুর রহমান বাবু, ইসমাইল হোসেনসহ এলাকাবাসী বলেন, সরকার নদীভাঙন থেকে তাদের রক্ষার জন্যে প্রকল্প দিয়েছে। কিন্তু বালু উত্তোলনকারীরা এই প্রকল্পকে হুমকির মুখে ফেলেছেন।
বালু ব্যবসায়ীরা সাইফুল ইসলাম বলেন, “আদালতে মামলা হয়েছিল। জামিনে বের হয়ে এসে তারা আবারও ড্রেজার দিয়ে বালু তুলে ব্যবসা করছে। আমি তাদের সঙ্গে শেয়ারে ব্যবসা করছি।”
-
‘সাড়ে ৫ কোটি টাকার’ ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ যুবক আটক
-
আমদানির খবরে ফরিদপুরে পেঁয়াজের দরপতন
-
ঈদযাত্রার পথে মা-মেয়ের মৃত্যু, বাবা-ছেলে হাসপাতালে
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
কুমিল্লায় জামায়াতের কাউন্সিলরকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
-
বন্যা: নেত্রকোণায় ডায়রিয়া আক্রান্ত ঘণ্টায় ৩ জনের বেশি
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় মামলা
-
রাজশাহীতে রেল কর্মচারীকে ‘কুপিয়ে হত্যা’র অভিযোগ
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ