মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যান উল্টে স্কুলছাত্রী নিহত

মাদারীপুর সদরে মাইক্রোবাসের ধাক্কায় একটি ভ্যান উল্টে এক স্কুলছাত্রী নিহত হয়েছে; আহত হয়েছেন তার বাবা ও ছোট ভাই।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2022, 01:36 PM
Updated : 24 March 2022, 01:36 PM

শেখ হাসিনা মহাসড়কের মহিষেরচর চৌরাস্তায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান।

নিহত আয়শা আক্তার (৮) ওই এলাকার ভ্যানচালক জাহাঙ্গীর মাতুব্বরের মেয়ে।

স্থানীয়দের বরাতে ওসি কামরুল বলেন, প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য বাবার ভ্যানে ওঠে আয়েশা ও তার ভাই রাফসান (৫)। ভ্যানটি চৌরাস্তায় এলে পেছন থেকে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে এটি উল্টে যায়। এতে ভ্যান চালক জাহাঙ্গীর মাতুব্বর ও তার দুই সন্তান আহত হয়।

“স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক আয়শাকে মৃত ঘোষণা করেন।”

ওসি জানান, বেলা ২টার দিকে আহত রাফসানের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

সদর থানার এসআই আক্তারুজ্জামান বলেন, “আমরা কিছু সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। একটি সাদা রঙের সরকারি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দেয় এমনটাই দেখা যাচ্ছে। বিষয়টি আরও পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”