মা হারা ৩ বছরের শিশুর ‘অস্বাভাবিক’ মৃত্যু কুড়িগ্রামে
কুড়িগ্রাম প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2022 09:24 PM BdST Updated: 23 Mar 2022 09:24 PM BdST
কুড়িগ্রামের উলিপুরে মা হারানো তিন বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে; যাকে ‘অস্বাভাবিক’ বলছেন চিকিৎসক।
উপজেলার হাতিয়া ইউনিয়নের শালঝাড় পাড় গ্রামে বুধবার দুপুরে মৃত্যুর ঘটনাটি ঘটে বলে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান।
মৃত চাঁদনী খাতুন (৩) ওই গ্রামের রিকশাচালক বিপ্লব মিয়ার মেয়ে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, রিকশাচালক বিপ্লব মিয়ার প্রথম স্ত্রী লাকী বেগম দুই বছর আগে মারা গেছেন। সাত মাস আগে একই ইউনিয়নের কামারটারী গ্রামের রুবিনা বেগমকে বিয়ে করেন বিপ্লব। চাঁদনী তার সৎ মা রুবিনার কাছে থাকত।
রুবিনা বেগমের বরাতে ওসি বলেন, দুপুরে প্রতিবেশী ননদ নেপালি বেগম চাঁদনীকে মাছ-ভাত খাওয়ান। পরে খেলতে গিয়ে অসুস্থ্ হয়ে পড়লে চাঁদনীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. শারমিন সুলতানা।
তিনি সাংবাদিকদের বলেন, “শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না; তবে তার মুখে ফেনা ছিল, যা অস্বাভাবিক।”
এ বিষয়ে চাঁদনীর দাদা ইলিমুদ্দিন বলেন, “শিশুটি তার সৎ মা রুবিনার কাছেই থাকত। অসুস্থতার কথা শুনে আমি কুড়িগ্রামে জরুরি কাজ ফেলে উলিপুর হাসপাতালে এসে জানতে পারি সে মারা গেছে। কী কারণে মারা গেছে এখনও জানা যায়নি।”
ইলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, শিশুটির মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
-
মোটরসাইকেল চালুর দাবিতে পদ্মা সেতুর টোল প্লাজায় মানববন্ধন
-
যশোরের সীমান্তে ১৮ কেজি রুপার অলংকার আটক
-
পঞ্চগড়ে চাহিদার দেড় গুণ পশু, বিক্রি নিয়ে শঙ্কা
-
মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়ার পর মরল ১৪০০ হাঁস
-
ঝালকাঠির বিশখালিতে কচুয়া-বেতাগী ফেরি উদ্বোধন
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের