সাঁওতালদের সঙ্গে নাচলেন ব্রিটিশ দূত

গাইবান্ধায় গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঐতিহ্যবাহী নাচের সঙ্গে নাচলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2022, 12:05 PM
Updated : 22 March 2022, 12:07 PM

উপজেলার কামদিয়া ও কাটাবাড়ী ইউনিয়নের সাঁওতাল অধ্যুষিত এলাকায় মঙ্গলবার পরিদর্শনে যান জাভেদ। এ সময় সাঁওতাল নারীরা ঐতিহ্যবাহী নাচ ও গানে অতিথিদের অভ্যর্থনা জানালে তিনিও নাচে অংশ নেন।

তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ব্রিটিশ হাইকমিশনের ডয়িন অ্যাডেল-শিয়ানবোলা, আফরোজা চৌধুরী মিমি উপস্থিত ছিলেন। আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক সিরাজুল ইসলাম বাবু ও সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে তাদের স্বাগত জানান।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অবলম্বন’-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী জানান, ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ও ‘ইউকেএইড’-এর সহযোগিতায় তারা [অবলম্বন] সাঁওতালদের অধিকার ও জীবনযাত্রার মান উন্নয়নে ‘ড্রাইভ টুওয়ার্ড এমপাওয়ার এথনিক পিপলস’ নামের একটি প্রকল্প বাস্তবায়ন করছেন।

প্রকল্পটির আওতায় বিভিন্ন আয়মূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে জাভেদ প্যাটেল স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন বলে তিনি জানান।