‘প্রেমের জেরে’ আধা ঘণ্টার ব্যবধানে তরুণ-তরুণীর ‘আত্মহত্যা’
বগুড়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2022 05:05 PM BdST Updated: 22 Mar 2022 05:12 PM BdST
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রাম থেকে দুজনের লাশ উদ্ধার করা হয় বলে শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান।
মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাসিমপুর চালুঞ্জা গ্রামের আজমেরি খাতুন (১৯) তার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার আধা ঘণ্টা পর পাশের দামগারা কারিগরপাড়া গ্রামের সবুজ মিয়া (২১) তার ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
“পরিবারের লোকজন বলছে, আজমেরি খাতুনের সঙ্গে সবুজ মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড আবেগে তারা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।“
এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান দীপক কুমার।
মাঝিহট্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবার আলী তালুকদার গণমাধ্যমকে বলেন, “এক মাস আগে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে প্রবাসী এক তরুণের সঙ্গে আজমেরির বিয়ে হয়। হয়তো এ বিয়ে মেয়েটি মানতে পারেনি।
”স্বামী বিদেশে অবস্থান করলেও আজমেরি তার শ্বশুরবাড়িতে যাতায়াত করত বলে শুনেছি। তবে বিয়ের পরেও আজমেরি যে সবুজের সঙ্গে সম্পর্ক রেখেছিল সেটা হয়তো পরিবার জানত না।”
স্থানীয়দের বরাতে ওসি বলেন, আজমেরির পরিবারের আর্থিক অবস্থা ভাল। সবুজ সড়ক মেরামতের কাজে নিয়োজিত ছিল। ফলে আজমেরির পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেননি।
ওসি আরও বলেন, সোমবার রাতেও আজমেরি ও সবুজের মধ্যে কথা হয়েছে। তখনই হয়তো তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেন।
-
‘সাড়ে ৫ কোটি টাকার’ ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ যুবক আটক
-
আমদানির খবরে ফরিদপুরে পেঁয়াজের দরপতন
-
ঈদযাত্রার পথে মা-মেয়ের মৃত্যু, বাবা-ছেলে হাসপাতালে
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
কুমিল্লায় জামায়াতের কাউন্সিলরকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
-
বন্যা: নেত্রকোণায় ডায়রিয়া আক্রান্ত ঘণ্টায় ৩ জনের বেশি
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় মামলা
-
রাজশাহীতে রেল কর্মচারীকে ‘কুপিয়ে হত্যা’র অভিযোগ
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ