পাচার: কুষ্টিয়ায় ৫১ ভরি স্বর্ণসহ একজনকে গ্রেপ্তার

কুষ্টিয়ায় ৫১ ভরি ১৩ আনা স্বর্ণ পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2022, 04:04 AM
Updated : 18 March 2022, 05:05 AM

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে ক্ষুদিরাম বিশ্বাস (৬০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বলে পোড়াদহ জিআরপি থানার ওসি মনজের আলী জানান।

ক্ষুদিরাম কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর এলাকার মৃত নটরাম বিশ্বাসের ছেলে।

ওসি বলেন, অবৈধ স্বর্ণের চালান আসার গোপন খবরে পুলিশ ক্ষুদিরামকে আটক করে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে গলার চেন, চুরি এবং কানের দুলসহ ৫১ ভরি ১৩ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। ক্ষুদিরাম স্বর্ণগুলো পাচারের উদ্দেশ্যে পাংশা থেকে ট্রেনে করে পোড়াদহ রেল স্টেশনে আসেন।

স্বর্ণগুলোর কোনো বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় ক্ষুদিরামের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।