বগুড়া প্রেসক্লাব ভবনের কাজ শুরু

বগুড়ায় নয় তলা প্রেসক্লাব ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2022, 06:35 PM
Updated : 1 March 2022, 06:35 PM

মঙ্গলবার বিকালে প্রেসক্লাবে মিলাদ শেষে এই কাজ শুরু হয়।

বগুড়া প্রেসক্লাবের সহ- সভাপতি আব্দুল সালাম বাবু জানান, ভবনটি হবে নয় তলা। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। এর মধ্য দিয়ে বগুড়ার সাংবাদিকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মো. মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন মিন্টু,  সাবেক সভাপতি ও  স্থানীয় দৈনিক করতোয়ার সম্পাদক মো. মোজাম্মেল হক লালুসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বগুড়া জেলা প্রসাশক মো. জিয়াউল হক ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীও উপস্থিত ছিলেন।

বগুড়া প্রেসক্লাব ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মজির উদ্দীন আহাম্মেদ এবং সাধারণ সম্পাদক ছিলেন রিয়াজ উদ্দীন আহাম্মেদ। এখন তাদের কেউ বেঁচে নেই।

তখন প্রেসক্লাবের কার্যক্রম চলত শহরের রাজাবাজার এলাকায়। এরপর স্থানান্তর হয়ে কবি নজরুল ইসলাম সড়কের পুরাতন ভবনে চলে আসে। রাস্তা সম্প্রসারণের সময় ওই ভবন ভেঙে ফেললে পরে অস্থায়ীভাবে স্টেশন রোডে বর্তমান জায়গায় আসে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেশন রোডে ২০ শতক জায়গা প্রদান করেন এবং ২০১৭ সালে ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।