রংপুরে নিখোঁজ আওয়ামী লীগ নেতার সন্ধান চায় পরিবার

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে নিখোঁজ রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ছাদেক আলীর সন্ধান চেয়ে মানবন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2022, 11:50 AM
Updated : 28 Feb 2022, 12:41 PM

সোমবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন দর্শনা ইউনিয়নের এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা।  

দর্শনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছাদেক আলী (৯০) আট দিন আগে [২০ ফেব্রুয়ারি] রাতে রংপুর শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আর বাসায় ফিরে আসেননি বলে পরিবারের অভিযোগ।

এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  

মানববন্ধনে দর্শনা ইউনিয়নের সাধারণ জনগণ এবং রংপুর মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা অবিলম্বে প্রবীণ রাজনীতিক ছাদেক আলীকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রীস আলী, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক নিধিরাম অধিকারী, ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, নিখোঁজ সাদেক আলীর ছেলে মাহামুদুল হাসান মুকুট, সুমন প্রমুখ।

এ বিষয়ে তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সব জায়গায় মেসেজ দিয়েছি। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”