ট্রলি উল্টে কাঠের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কাঠ বোঝাই ট্রলি উল্টে যাওয়ার পর কাঠের নিচে চাপা পড়ে চালকের প্রাণ গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2022, 07:35 AM
Updated : 27 Feb 2022, 07:35 AM

রোববার ভোর ৫টার দিকে উপজেলার ভঙ্গানিয়া এলাকার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান।

মৃত ট্রলি চালক শাকিল (২৩) জামালপুর সদরের নামা কচুন্দরা এলাকার ইমান আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “শাকিল শনিবার রাতে ট্রলিতে কাঠ নিয়ে নিয়ে জামালপুর থেকে কেন্দুয়া উপজেলা সদরের দিকে যাওয়ার জন্য রওনা হয়। পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়।

স্থানীয় মসজিদের এক ইমাম ভোরে ফজরের নামাজ পড়তে করতে বের হয়ে ঘটনাটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে শাকিলের লাশ উদ্ধার করে।”

নিহত চালকের লাশ উদ্ধার করে আপাতত থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।