বগুড়ায় নিখোঁজ ২ নৈশ প্রহরীর মরদেহ মিলল বর্জ্য ট্যাংকে

বগুড়ায় একটি কারখানার নিখোঁজ দুই নৈশ প্রহরীর মরদেহ একটি বর্জ্য নিষ্কাশনের ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2022, 03:43 PM
Updated : 25 Feb 2022, 03:43 PM

শুক্রবার বিকালে একটি ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান।

নিহত আব্দুল হান্নান (৪৫) বগুড়া সদরের সরলপুরের জব্বার আলীর এবং সামছুল হক (৬০) শিবগঞ্জ উপজেলার সাগরকান্দি গ্রামের মৃত হাসু প্রমাণিকের ছেলে।

তারা দুজনই বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বগুড়া শিল্পনগরীর মাসুদ মেটালের নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন।

হান্নান ও সামছুল বৃহস্পতিবার ভোর থেকে নিখোঁজ ছিলেন বলে মাসুদ মেটালের সত্ত্বাধিকারী সাজ্জাদুর রহমান জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার নিখোঁজের পরেই হান্নানের মোবাইল ফোন নম্বর থেকে তার কাছে ক্ষুদে বার্তা আসে। নিখোঁজে দুই জনের খোঁজ পেতে লালমনিরহাটে পাঁচ লাখ টাকা নিয়ে যেতে বলে ওই বার্তায়।

“শুক্রবার সকালে আরেকটি ক্ষুদে বার্তায় ‘সামনে বিপদ আছে’ বলে জানানো হয়।”

এ ধরনের হুমকি পেয়ে কারখানার চারপাশে খোঁজাখুঁজি শুরু করে বর্জ্য পানি নিষ্কাশনের ট্যাংকে তাদের মরদেহ পাওয়া যায়, বলেন সাজ্জাদুর।

পরিদর্শক জাহিদুল জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহালে মরদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।