ময়মনসিংহ মেডিকেলে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
ময়মনসিংহ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2022 08:42 PM BdST Updated: 23 Feb 2022 08:42 PM BdST
ময়মনসিংহ মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তার এক শিক্ষকের বিরুদ্ধে।
এই অভিযোগে বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের অপসারণ ও বিচার দাবি করেছেন।
তবে অধ্যাপক আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বর্তমানে ওই ছাত্রী কলেজ থেকে চলে গেছেন। তিনি আতঙ্কে আছেন।
তারা এই ঘটনার বিচার দাবি করেন যেন আর কেউ শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ না করেন।

বিষয়টি অস্বীকার করে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমার বিরুদ্ধে কেউ মানববন্ধন করবে সেটি ভাবতেও পারিনি। কোনো শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার প্রশ্নই ওঠে না। তবে কিছু শিক্ষার্থী নম্বর কম দেওয়ার অভিযোগ এনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ বলেন, “আমি জরুরি কাজে বাইরে আছি। মানববন্ধনের বিষয়টি শুনেছি। সেখান থেকে ফিরে শিক্ষার্থীদের সাথে বসে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষক অন্যায় করলে অবশ্যই তার বিচার হবে।”
-
‘সাড়ে ৫ কোটি টাকার’ ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ যুবক আটক
-
আমদানির খবরে ফরিদপুরে পেঁয়াজের দরপতন
-
ঈদযাত্রার পথে মা-মেয়ের মৃত্যু, বাবা-ছেলে হাসপাতালে
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
কুমিল্লায় জামায়াতের কাউন্সিলরকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
-
বন্যা: নেত্রকোণায় ডায়রিয়া আক্রান্ত ঘণ্টায় ৩ জনের বেশি
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় মামলা
-
রাজশাহীতে রেল কর্মচারীকে ‘কুপিয়ে হত্যা’র অভিযোগ
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ