ময়মনসিংহ মেডিকেলে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

ময়মনসিংহ মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তার এক শিক্ষকের বিরুদ্ধে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2022, 02:42 PM
Updated : 23 Feb 2022, 02:42 PM

এই অভিযোগে বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের অপসারণ ও বিচার দাবি করেছেন।

তবে অধ্যাপক আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বর্তমানে ওই ছাত্রী কলেজ থেকে চলে গেছেন। তিনি আতঙ্কে আছেন।

তারা এই ঘটনার বিচার দাবি করেন যেন আর কেউ শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ না করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান বলেন, “শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এক আপুর সাথে দীর্ঘদিন ধরে স্যার এমনটি করে আসছেন। আমরাও এর সঠিক বিচার চাই। অধ্যক্ষ স্যার আস্বস্ত করেছেন সঠিক বিচারের। আশা করছি সঠিক বিচার পাব।” 

বিষয়টি অস্বীকার করে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমার বিরুদ্ধে কেউ মানববন্ধন করবে সেটি ভাবতেও পারিনি। কোনো শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার প্রশ্নই ওঠে না। তবে কিছু শিক্ষার্থী নম্বর কম দেওয়ার অভিযোগ এনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ বলেন, “আমি জরুরি কাজে বাইরে আছি। মানববন্ধনের বিষয়টি শুনেছি। সেখান থেকে ফিরে শিক্ষার্থীদের সাথে বসে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষক অন্যায় করলে অবশ্যই তার বিচার হবে।”