নীলফামারীতে ৫ পরিবারের ঘর ভস্মীভূত

নীলফামারী জেলা সদরের পলাশবাড়ীতে আগুনে পাঁচটি পরিবারের ১৪টি ঘরসহ সবকিছু পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2022, 06:36 PM
Updated : 16 Feb 2022, 06:36 PM

নটখানা গ্রামে বুধবার বিকাল পৌনে ৪টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানান নীলফামারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার।

স্থানীয়দের বরাতে আমিরুল জানান, একটি ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ছয়টি বসত ঘরসহ মোট ১৪টি ঘর এবং ঘরে থাকা ধান-চাল, পাট, আসবাবপত্র ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, বলেন তিনি।

পাঁচ পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের কাজ চলছে বলে জানিয়েছেন আমিরুল ইসলাম।