রাঙামাটিতে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের কারাদণ্ড

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের দায়ে রাঙামাটিতে ষাটোর্ধ্ব বৃদ্ধকে কারাদণ্ড দিয়েছে আদালত।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2022, 11:25 AM
Updated : 14 Feb 2022, 11:25 AM

সোমবার দুপুরে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস ই এম ইসমাইল হোসেন আসামিকে আট বছরের কারাদণ্ড দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত শহীদ মল্লিক নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি গ্রামের বাসিন্দা।  

মামলার এজাহারের বরাত দিয়ে আইনজীবী জানান, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর শিশুটি আসামির মুদি দোকানে পণ্য কিনতে গেলে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের শিকার হয়। পরে মেয়েটির বাবা মামলা করেন।  

তিনি জানান, আসামিকে আট বছরের কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার টাকা বাদীর পরিবারকে দেওয়া হবে। ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে প্রাপ্ত অর্থ বাদীকে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া মামলায় ব্যবহারযোগ্য আলামতের ডিএনএ পরীক্ষায় গাফিলতির কারণে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরি বিভাগের পরীক্ষক সৌরভ দে সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী।