লক্ষ্মীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরে ‘চুরি’

লক্ষ্মীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরে চুরির ঘটনা ঘটেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2022, 07:32 AM
Updated : 6 Feb 2022, 09:54 AM

প্রতিষ্ঠানের উপপরিচালক মো. জসীম উদ্দীন আহাম্মদ খান শনিবার সদর থানায় দায়ের মামলায় উল্লেখ করেছেন, “চোরেরা ল্যাবের ৩৩টি কম্পিউটারের হার্ডডিস্ক, র‌্যাম ও প্রসেসর নিয়ে গেছে।”

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলার দায়ে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে শোকজ করা হয়েছে। 

তারা হলেন- অফিস সহকারী কাম গার্ড দেলোয়ার হোসেন এবং হেলপার কাম গার্ড শাহজাহান।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মো. আবদুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মূল গেট ও কোনো কক্ষের দরজা-জানালা বা তালা ভাঙা হয়নি। অথচ তিনতলার কম্পিউটার প্রশিক্ষাণার্থীদের ল্যাবের রুমের তালা ভেঙে কক্ষে প্রবেশ করে কম্পিউটারের ভেতরের হার্ডডিস্ক, র‌্যাম ও প্রসেসর চুরি করে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।