সাত বন্ধু সাভারের আবাসিক প্রকল্প জাহাঙ্গীরনগর সোসাইটি সংলগ্ন বিলে একটি ছোট নৌকায় করে ঘুরতে যান। এক পর্যায়ে নৌকা ডুবে হৃদয় মাহমুদ নিখোঁজ হন।
প্রতিষ্ঠানের উপপরিচালক মো. জসীম উদ্দীন আহাম্মদ খান শনিবার সদর থানায় দায়ের মামলায় উল্লেখ করেছেন, “চোরেরা ল্যাবের ৩৩টি কম্পিউটারের হার্ডডিস্ক, র্যাম ও প্রসেসর নিয়ে গেছে।”
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলার দায়ে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে শোকজ করা হয়েছে।
তারা হলেন- অফিস সহকারী কাম গার্ড দেলোয়ার হোসেন এবং হেলপার কাম গার্ড শাহজাহান।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মো. আবদুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মূল গেট ও কোনো কক্ষের দরজা-জানালা বা তালা ভাঙা হয়নি। অথচ তিনতলার কম্পিউটার প্রশিক্ষাণার্থীদের ল্যাবের রুমের তালা ভেঙে কক্ষে প্রবেশ করে কম্পিউটারের ভেতরের হার্ডডিস্ক, র্যাম ও প্রসেসর চুরি করে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।