খাগড়াছড়িতে পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় রাতের আঁধারে পাহাড় কাটায় চারজনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2022, 09:58 AM
Updated : 27 Jan 2022, 09:58 AM

একই সঙ্গে একটি ট্রাক জব্দ করা হয়েছে বলে দিঘীনালার ইউএনও ফাহমিদা মুস্তফা জানিয়েছেন।

ইউএনও আরও জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র রাতের আঁধারে পাহাড় কাটছিল। খবর পেয়ে রাতেই উপজেলার মেরুং এলাকায় অভিযান চালানো হয়। সেখানে হাতেনাতে চারজনকে ধরে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তাছাড়া মাটি বহনকাজে নিয়োজিত একটি ট্রাক জব্দ করা হয়েছে। জরিমানা না দিলে বিকল্প হিসেবে তাদের তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর বিধান লঙ্গন করে পাহাড় কাটায় তাদের এই জরিমানা করা হয়েছে জানিয়ে ইউএনও বলেন, প্রশাসন আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।