রংপুরে বাসের ধাক্কায় চুরমার অটোরিকশা, চালকসহ নিহত ৪

রংপুরে বাসের ধাক্কায় একটি অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2022, 03:20 PM
Updated : 23 Jan 2022, 03:20 PM

রোববার সন্ধ্যায় নগরীর নব্দীগঞ্জে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের একজন হলেন খুলনার পাইকগাছা উপজেলার সদানন্দ নন্দীর ছেলে পবিত্র নন্দী। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। বাকিদের তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের বুড়িমারীগামী ‘মানিক এক্সপ্রেস’ নামে একটি বাস নব্দীগঞ্জে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। “এতে ঘটনাস্থলে অটোচালক মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তারাও মারা যান।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় বলে তিনি জানান।

মাহিগঞ্জ থানার ওসি মাহফুজার রহমান বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর নবীগঞ্জ এলাকায় দ্রুতগামী একটি বাস একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।