ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল।
রোববার সন্ধ্যায় নগরীর নব্দীগঞ্জে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের বুড়িমারীগামী ‘মানিক এক্সপ্রেস’ নামে একটি বাস নব্দীগঞ্জে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। “এতে ঘটনাস্থলে অটোচালক মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তারাও মারা যান।”
মাহিগঞ্জ থানার ওসি মাহফুজার রহমান বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর নবীগঞ্জ এলাকায় দ্রুতগামী একটি বাস একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।