অটোরিকশা উল্টে সড়কে, ট্রাক্টরের ধাক্কায় ২ জনের মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলায় অটোরিকশা উল্টে সড়কে পড়ার পর ট্রাক্টরের ধাক্কায় এক নারীসহ দুইজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2022, 05:28 AM
Updated : 21 Jan 2022, 05:28 AM

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মধুইল করমজা মোড়ে পত্নীতলা-সাপাহার সড়কে শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ চৌধুরী জানান।

মৃতরা হলেন- পত্নীতলা উপজেলার মহারণ্ডি গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী বুলবুলি খাতুন (৪২) ও একই গ্রামের ফারুক হোসেন (৬০)।

এ ঘটনায় আহত ফজলুর রহমানকে (৪০) পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাড়িও একই এলাকায়।

ওসি বলেন, মধুইল করমজা মোড়ে যাত্রীবাহী অটোরিকশাটি চাকার সমস্যার কারণে উল্টে গেলে যাত্রীরা সড়কে পড়ে যান। এ সময় বালুবোঝাই একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুলবুলি নিহত হন। এ সময় ট্রাক্টরটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।   

“পরে আহত অবস্থায় দুজনকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা ফারুককে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান শামসুল।