যৌতুক: রংপুরে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রংপুরে যৌতুকের দাবিতে এক অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 08:45 AM
Updated : 20 Jan 2022, 08:45 AM

রংপুর মহানগরের তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, নগরীর ধর্মদাস লক্ষণপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে বুধবার বেলা আড়াইটার দিকে জান্নাতি নামে ওই নারীর লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান তারা।

মৃত জান্নাতি ওই এলাকার আতাউর রহমানের ছেলে তুহিনের স্ত্রী ছিলেন। 

জান্নাতির বাবা জাঙ্গীর আলোম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই বছর আগে যৌতুক দিয়ে তুহিনের সঙ্গে জান্নাতির বিয়ে হয়। বিয়ের পর আরও যৌতুকের দাবিতে প্রায়ই জান্নাতিকে অত্যাচার করত তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি। তারাই অন্তঃসত্ত্বা জান্নাতিকে পিটিয়ে হত্যা করেছে।”

ওসি বলেন, “জান্নাতির গলায় এবং পাঁজরের বাম পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় জান্নাতির বাবা বাদী হয়ে তুহিনসহ চারজনকে আসামি করে তাজহাট মেট্রোপলিটন থানায় হত্যা মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান এ পুলিশ করর্মকর্তা।