ভারত থেকে অবৈধভাবে প্রবেশকালে ঝিনাইদহে আটক ২১

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় ২১ জনকে আটকের খবর জানিয়েছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2022, 11:52 AM
Updated : 18 Jan 2022, 01:29 PM

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তাসলিম মো. তারেক মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটককৃতদের চারজন পুরুষ, ১২ জন নারী ও পাঁচজন শিশু রয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জ, যশোর, খুলনা ও বরগুনা জেলায় বলে তাদের বরাতে বিজিবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে বিজিবি খবর পায়, একদল লোক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ খবরের ভিত্তিতে মাটিলা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে জিরো লাইন থেকে একশ গজ বাংলাদেশের ভেতরে মাঠ থেকে তাদের আটক করে।

বিজিবির পক্ষ থেকে মামলা করে তাদের মহেশপুর থানায় দেওয়া দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, বিভিন্ন সময়ে কাজের জন্য তারা অবৈধভাবে ভারতে যান। সেখানে বর্তমানে কাজের অভাব দেখা দেওয়ায় দেশে ফিরে আসেন।