শার্শায় চালককে হত্যা করে ইজিবাইক ‘ছিনতাই’
বেনাপোল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2022 02:41 PM BdST Updated: 18 Jan 2022 02:41 PM BdST
যশোরের শার্শা উপজেলায় এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধলদাহ-বড়বাড়িয়া সড়কের ধলদাহ গ্রামের রফিকের কুলবাগান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শার্শা থানার ওসি বদরুল আলম খান।
নিহত সাকলাইন সাকিব (১৪) উপজেলার গোগা কারিগর পাড়ায় নানাবাড়ি থাকতেন। তার নানার নাম আকবর আলি।
ওসি বলেন, “হাতবাঁধা রক্তাক্ত মরদেহটি দেখে স্থানীয়দের পুলিশে কবর দেয়। সাকিব নানাবাড়ি থেকে ইজিবাইক চালাত।”
“ধারণা করা হচ্ছে, চোরচক্র যাত্রীবেশে উঠে চালক সাকিবকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়েছে।“
বদরুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
সাকিবের নানা আকবর আলী বলেন, “সাকিব ইজিবাইক নিয়ে সোমবার দুপুরের পর বাড়ি থেকে বের হয়। বিকেলে তার সঙ্গে কথা হলেও সন্ধ্যার পর থেকে আর কথা হয়নি। ফোনে রিং হলেও কেউ আর ধরেনি। তারপর সারারাত খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।”
-
শতবর্ষের সারিন্দা
-
একরাম হত্যা: ৪ বছরেও রায় কার্যকর না হওয়ায় পরিবারের শঙ্কা
-
শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
-
সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরা
-
ভদ্রা নদীর পানির রঙ বদলে দেওয়া 'চুকনগর গণহত্যা’
-
সুনামগঞ্জে বন্যায় ধসে গেল ৩ সেতু
-
ভাঙনের ঝুঁকিতে আলফাডাঙ্গার ‘স্বপ্ননগর’ আশ্রয়ণ
-
মানুষ ভালো থাকলে ফখরুল সাহেবেদের মন খারাপ থাকে: ওবায়দুল কাদের
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’