ক্ষেতে রাসেলস ভাইপার, পিটিয়ে মারল এলাকাবাসী

ফরিদপুরের চরভদ্রাসনে মাশকালাই ক্ষেতে পাওয়া একটি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ পিটিয়ে মেরেছেন এলাকার লোকজন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2022, 04:30 PM
Updated : 17 Jan 2022, 07:04 PM

শনিবার বিকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের আমীন খার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা সরোয়ার হোসেন জানান, চর হরিরামপুরের শালেপুর পশ্চিম গ্রামের হালিম কাজী ক্ষেতে মাশকালাই চাষ করেছেন। শনিবার ক্ষেত থেকে পাকা কালাই তোলার সময় কুন্ডুলি পাকিয়ে থাকা চন্দ্রবোড়া সাপটি দেখে চিৎকার করে ওঠেন।

“পরে অন্য লোকজন এসে ভয় পেয়ে সাপটি মেরে ফেলে।” 

সাপটির দৈর্ঘ্য সাড়ে চার ফুট বলে তিনি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আগের তুলনায় চরভদ্রাসনে সাপের উপদ্রব অনেক কমেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘এন্টিভেনম’ মজুদ রয়েছে।